Saturday , April 1 2023

আলোচিত-সমালোচিত সেই সানাই বিয়ে করলেন গোপনে

বিয়ে করলেন এক সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব। বিয়ের পিঁড়িতে বসেছেন শুক্রবার (২৭ মে)। বিয়ে অনুষ্ঠিত হয়েছে নীলফামারী শহরের বাবু পাড়ায় পৈতৃক বাড়িতে। বরের নাম আবু সালেহ মুসা। বর ব্যাংকার। তিনি ঢাকায় একটি প্রাইভেট ব্যাংকে কর্মরত আছেন। তার বর মুসার বাড়িও একই জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকায়। পারিবারিক ভাবেই তাদের বিয়ের আয়োজন করা হয়েছে।

২০১৯ এমন এক খবর প্রকাশ পেয়েছিল, সাবেক মন্ত্রিকে বিয়ে করেছেন। আলোচিত এই অভিনেত্রী নিজেই সেসময় একটি সংবাদমাধ্যমকে নিজেই সে খবরের সত্যতা নিশ্চিত করেছিলেন। তবে ওই বিয়ে সম্পর্কে পরবর্তীতে আর কোনো তথ্য পাওয়া যায়নি। প্রসঙ্গত, মডেল হিসেবে শোবিজে কাজ শুরু করেছিলেন সানাই মাহবুব। ২০১৬ সালে ‘ভালোবাসা ২৪×৭’ নামে একটি সিনেমার মাধ্যমে তিনি চলচ্চিত্রে পা রাখেন। পাশাপাশি উপস্থাপনাও করেছেন। তবে তার কোনো সিনেমাই মুক্তি পায়নি। মিডিয়ার কাজের চেয়ে অনান্য ব্যক্তিজীবনের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েই বেশি আলোচিত ছিলেন তিনি। শরীরে সার্জারি করিয়ে লাইভে এসে নানা রকম মন্তব্য আর নিজেকে খোলামেলা রূপে উপস্থাপনের জন্য ব্যাপক সমালোচিত হয়েছিলেন তিনি। সানাই ২০২১ সালে অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন । তারপর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায়নি তাকে। তবে এখন তার বর আবু সালেহ মুসার সঙ্গে নতুনভাবে জীবন পার করতে চান এই তরুণী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *