
কুয়েতে যাওয়া এবং আসার বিমান ভারা বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কুয়েতের বিভিন্ন সরকারি হাসপাতালে ২৪৪ নার্স নিয়োগ করা হবে। শুধু নারী প্রার্থীরা আবেদন করতে পারবে। প্রার্থীর বয়স ৪০ বছরের নিচে হতে হবে। নার্স হিসেবে কমপক্ষে ৪ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যে কোন সরকারি, আধা সরকারি অথবা বেসরকারি মেডিকেল কলেজ, হাসপাতাল বা প্রতিষ্ঠানে। সরকার-স্বীকৃত নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা অথবা ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে। পাসপোর্টের মেয়াদ কমপক্ষে আরাই বছর থাকতে হবে। আগ্রহী প্রার্থীগণ বোয়েসেলের এই লিংকে আবেদন করতে পারবেন https://forms.gle/R6sWwgETzi3MxZxU9 | আবেদন করতে যা যা লাগবেঃ শিক্ষাগত যোগ্যতার সকল সনদ, মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, অভিজ্ঞতার সনদ, ইংরেজিতে জীবন বৃত্তান্ত।বেতন ৮০ হাজার টাকা। প্রতিবছরে ১০ কুয়েতি দিনার বেতন বৃদ্ধি। কুয়েতের শ্রম আইন অনুযায়ী ওভারটাইম করার সুযোগ রয়েছে। ৩০ দিন বার্ষিক ছুটি। দিনে ৮ঘন্টা করে ডিউটি। সপ্তাহে একদিন ছুটি। চাকরিতে যোগ দেওয়ার প্রথম ৩ মাস শিক্ষানবিশকাল। আসবাব ও থাকা, খাওয়া ও কর্মস্থলে যাতায়াতের পরিবহন ব্যাবস্থা নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। কুয়েতে কর্মস্থলে যোগ দেওয়ার এবং ৩ বছর চাকরি শেষে দেশে আসার বিমান ভারা নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। চাকরির মেয়াদকাল ৩ বছর হলেও বাড়ার সম্ভাবনা আছে। অন্যান্য শর্ত কুয়েতের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে।